তোমার এক হাতে দিবো টুকটুকে লাল
বেলুন,,,
অন্য হাতে সুচালো আলপিন,,,
খেল তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল
খুশি,,,
আমি আমার রাজ্যে তোমার জন্নে
হাজার বেলুন পুষি,,,

You may also like

Back to Top